দেশদ্রোহীদের ‘গুলি করে মারো’, মন্তব্য করে বিপাকে বিজেপির মন্ত্রী

  28-01-2020 03:55PM


পিএনএস ডেস্ক: নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সমালোচনাকারীদের দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের গুলি করে মারার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। খবর এনডিটিভির।

সোমবার দিল্লিতে নির্বাচনী প্রচারের মধ্যে অনুরাগ ঠাকুর মাথার ওপর দুই হাত তুলে তালি দিয়ে স্লোগান দেন- ‘দেশদ্রোহীদের গুলি করে মারো’।
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি আসনে বিধানসভা নির্বাচন হবে, যার ফল ঘোষণা করা হবে ১১ ফেব্রুয়ারি।

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের রিথালা এলাকায় অনুরাগ ঠাকুরের ওই প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই কঠোর সমালোচনার মুখে পড়েন এই বিজেপি নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ ঠাকুরের এ হুমকির ভিডিও ভাইরাল হয়ে গেছে। তবে এ বিষয়ে এখন সুর পাল্টে ফেলেছে বিজেপি। তারা বলছেন- উপস্থিত সমর্থকদের পক্ষ থেকে ‘গুলি করে মারো’ কথা উঠে আসে, অনুরাগ ঠাকুরের মুখ থেকে নয়।

এর প্রতিক্রিয়ায় বিজেপিকে আসল ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা ও প্রচার কমিটির প্রধান কীর্তি আজাদ।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। তাই ওরা আসল বিশ্বাসঘাতক।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন