মার্কিন-তালেবান আলোচনায় অগ্রগতি উল্লেখযোগ্য : আশরাফ গনি

  13-02-2020 11:10AM


পিএনএস ডেস্ক: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের সাথে তালেবানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে টেলিফোন আলাপের পর তিনি এমনটি জানান।

একটি টুইট বার্তায় আফগানিস্তানের প্রেসিডেন্ট বলেন, মাইক পম্পেও তাকে জানিয়েছে যে, তালেবান উল্লেখযোগ্য এবং স্থায়ীভাবে সংঘর্ষ কমাতে চায়। এ ছাড়া যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি করতে আগ্রহী।

টুইট বার্তায় তিনি লেখেন, এই অগ্রগতিকে স্বাগত জানাচ্ছি। তালেবানের সাথে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তালেবানের সাথে মার্কিন যুদ্ধে এই পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন