তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন কেজরিওয়াল

  13-02-2020 02:31PM


পিএনএস ডেস্ক: আগামী রোববার তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেজরিওয়ালের সাথেই শপথ নেবে তার সাত সদস্যের মন্ত্রিসভা। সূত্রের খবর, গতবারের মন্ত্রিসভার সদস্যরাই এ বারও শপথ নিতে চলেছেন।

দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬২টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছেন কেজরিওয়াল। এ নিয়ে গত এক বছরে ছ’টি রাজ্যে বিধানসভা নির্বাচনে হারলেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা। অতীতে কর্নাটক হোক বা ঝাড়খণ্ড, যখনই বিজেপি নির্বাচনে হেরেছে তখনই শপথ গ্রহণ হয়ে উঠেছে বিরোধীদের শক্তি প্রদর্শনের মঞ্চ। ফলে প্রশ্ন উঠেছে, আগামী রোববার কেজরিওয়ালের শপথ গ্রহণ মঞ্চেও কি বিরোধী নেতা-নেত্রীদের সেই পুরনো জমায়েতের পুনরাবৃত্তি হবে?

আপ সূত্রে জানানো হয়েছে, আগামী রোববার সকাল দশটায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দিল্লির রামলীলা ময়দানে। এ নিয়ে আলোচনা করতে বুধবার সকালে উপরাজ্যপাল অনিল বৈজলের বাড়িতে যান কেজরিওয়াল। মিনিট পনেরো কথা হয় দু’জনের মধ্যে। বৈঠক শেষে কেজরিওয়ালের বাড়িতে বসে জয়ী বিধায়কদের বৈঠক। সেখানে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় কেজরিওয়ালকেই। যদিও মন্ত্রিসভার সদস্য কারা হবেন, তা নিয়ে মুখ খুলছেন না কোনও নেতাই। সূত্র : আনন্দবাজার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন