পশ্চিম এশিয়া থেকে মার্কিন সৈন্য তাড়াতে মুসলিম দেশের প্রতি আহ্বান ইরানের

  15-02-2020 08:28AM


পিএনএস ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

হাজিযাদেহ আরও বলেন, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর এবং ইয়েমেনের আনসারুল্লাহ থেকে লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে।

ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের বিষয়ে স্বীকারোক্তি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা ভবিষ্যতে তাদের সেনাদের নিহত হওয়ার কথা স্বীকার করবে। তারা কেবল এখন ব্রেইন ইনজুরির কথা স্বীকার করছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি ১৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে আইন আল আসাদে হামলা চালায় তেহরান। এতে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে বলে ইরান জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমেরিকা কেবল শতাধিক সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন