কেঁপে উঠল পাকিস্তান!

  18-02-2020 01:04AM



পিএনএস ডেস্ক: পাকিস্তানে প্রেস ক্লাবের পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দেশটির কোয়েটায় প্রেস ক্লাবের কাছে এ ঘটনা ঘটে। এতে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ওই সময় জায়গাটিতে অনেক গাড়ি ছিল। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়ে গেছে। ঠিক কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, বা কারা ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এলাকা ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে গত বছরের শেষে ডিসেম্বরেও ভয়াবহ বিস্ফোরণ হয় এই কোয়েটাতেই। প্রাণ হারান এক ব্যক্তি। একটি ঢালাইয়ের দোকানে (ওয়েল্ডিং সপ) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।

ডিসেম্বরের ৭ লাহোরের একটি বেকারিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজন প্রাণ হারান এবং ছয়’জন গুরুতরভাবে আহত হন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন