করোনাভাইরাস: বন্ধ হলো স্যামসাং মোবাইল কারখানা

  23-02-2020 06:00PM

পিএনএস ডেস্ক: চীনে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন ৭৮ হাজার ৫শ জনের মতো।

চীন কাঁপিয়ে করোনার থাবা হেনেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। এরই মধ্যে করোনাভাইরাস হানা দিয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং কারখানায়।

সম্পর্কিত খবর
করোনা: ৯ হাজার শিনচিওঞ্জি ঘরের ভেতর
করোনা: চীনের পর বেসামাল দ. কোরিয়া
মৃত্যুর মিছিলে আরও ৯৬ জন, প্রাণহানি বেড়ে ২৪৫৮
দেশটির গুমি নগরীর কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কারখানাটিকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সেই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত ওই কর্মীর অন্যান্য সহযোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: টেম্পো


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন