মোদিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

  24-02-2020 03:59PM

পিএনএস ডেস্ক: ভারতে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী ‘এয়ারফোর্স ওয়ান’ এর বিমান আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এরপর আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প।

অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মোদিকে প্রশংসায় ভাসিয়ে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি আপনি শুধুমাত্র গুজরাটের গর্ব নন। ভারতীয়রা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে যে কোনো কিছু অর্জন করতে পারে তার জীবন্ত প্রমাণ আপনি। তিনি আরো বলেন, একটি অবিশ্বাস্য উত্থানের চলমান গল্প হলেন মোদি।

ট্রাম্প বলেন, আমি জানি সব ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসেন। তবে, আমি বলতে চাই তিনি খুব শক্ত একজন ব্যক্তি। একজন চা বিক্রেতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং বর্তমানে তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতৃত্ব দিচ্ছেন।

ট্রাম্পের ভারত সফরে তার সঙ্গে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভানকা ট্রাম্প ও তার মেয়ে জামাই জ্যারেড কুশনার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন