পদত্যাগের পরেও মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির

  24-02-2020 07:44PM

পিএনএস ডেস্ক : মাহাথির বিন মোহাম্মদের পদত্যাগপত্র গ্রহণের পর আবারও তাকে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তাকে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ।

এর আগে দুপুরে মাহাথির মোহাম্মদ হঠাৎ পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র দেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করা হলেও পুনরায় তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন