মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক আর নেই

  25-02-2020 05:31PM

পিএনএস ডেস্ক: আরব বসন্তের ধাক্কায় ক্ষমতাচ্যুত হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। ৯১ বছর বয়সী এই স্বৈরশাসক মঙ্গলবার মারা যান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হোসনি মোবারক ১৯৮১ সাল থেকে প্রায় ৩০ বছর ক্ষমতাসীন ছিলেন। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হন তিনি।

ব্যাপক এই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ তিন দশকব্যাপী ক্ষমতা থেকে গত বছর হোসনি মুবারকের পতন ঘটে। তার পতনের দাাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের গুলি করে হত্যার নির্দেশ দেওয়ার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন