সংঘর্ষ থামাতে ব্যর্থ পুলিশ, সেনাবাহিনী দরকার: কেজরিওয়াল

  26-02-2020 02:19PM


পিএনএস ডেস্ক: ভারতে নাগরিকত্ব আইন নিয়ে দেশটির রাজধানীতে ভয়াবহ সংঘর্ষ চলছে। এরই মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। এছাড়া বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এদিকে সংঘর্ষ থামাতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে সংঘর্ষ নিয়ন্ত্রণে। কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। সংঘর্ষপ্রবণ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন। একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি অবিহিত করা হয়েছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন