বিশ্বের ৫২ দেশে নিষেধাজ্ঞায় দক্ষিণ কোরিয়া

  28-02-2020 10:34AM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস চীনে মহামারী রূপ নেওয়ার পর তাণ্ডব চালাতে শুরু করেছে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ায়। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি মানুস।

এছাড়া এই ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। আর চিকিৎসা শেষে ২৬ জন সুস্থ হয়েছেন। তবে সংকটজনক অবস্থায় রয়েছেন ১৮ জন।

করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের ফলে বিশ্বের ৫২টি দেশে নিষেধাজ্ঞায় পড়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটির নাগরিকরা এসব দেশে প্রবেশ করতে গেলে হয় তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, নয়তো কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক কোরিয়া হেরাল্ড।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন