‘প্রধানমন্ত্রী পদের জন্য প্রয়োজনীয় সমর্থন রয়েছে’

  29-02-2020 10:42AM

পিএনএস ডেস্ক : মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারো প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে সমর্থন পাওয়ার পর তিনি এই ঘোষণা দিলেন। শনিবার একটি সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানিয়েছেন।

এদিকে আনোয়ার ইব্রাহিমও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়ে দিয়েছেন, মাহাথিরের ওপর পূর্ণ সমর্থন রয়েছ তার।

সংবাদ সম্মেলনে মাহাথির জানান, তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক এমপি ও পাকাতান হারাপান জোটের সমর্থন রয়েছে। মাহাথির বলেন, আমি এখন আত্মবিশ্বাসী এই কারণে যে অধিকাংশই আমাকে সমর্থন করে।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা। বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারো প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন