মর্মান্তিক! বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে স্পেনের সেনারা

  24-03-2020 11:35AM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে স্পেনে সেনাবাহিনী নামানো হয়েছে। তারা দেখেছে, বয়স্করা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় আছেন। কখনো কখনো তাদের মরদেহ পাওয়া যাচ্ছে বলেও দেশটির সেনাবাহিনী দাবি করেছে।

জানা গেছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে মরদেহ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে।

পুরো স্পেনে বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। কখনো কখনো তাদেরকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এ ধরনের ঘটনার জেরে তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

জানা গেছে, স্পেনে এখন পর্যন্ত দুই হাজার একশ ৮২ জন মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে চারশ ৬২ জনের মৃত্যু হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন