করোনা আতংকের মধ্যেই চীনে নতুন ভাইরাসের হানা, মৃত ১

  24-03-2020 09:40PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে প্রভাব যখন বিশ্বব্যাপী তখন নতুন ভাইরাসের আবির্ভাব দেখা দিলো চীনে। নতুন এ ভাইরাসের নাম হন্তাভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এ ভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে এটাও করোনার মতো মহামারী রূপ নিতে পারে। মারা যেতে পারে শয়ে শয়ে লোক।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনের শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। এ জন্য ওই বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভূক্ত হন্তা ভাইরাস। ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে এটি। আক্রান্ত হলে হতে পারে জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন