বিশ্বের অন্যতম সেরা ভাইরাসবিদ ড. আয়ানকেও ছাড়ল না করোনাভাইরাস

  25-03-2020 10:41AM


পিএনএস ডেস্ক: করোনা আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এই প্রাণঘাতি ভাইরাসে বিশ্বব্যাপী ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এদিকে বিশ্বের অন্যতম সেরা ভাইরাসবিদ ড. আয়ান লিপকিন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

তিনি টেলিভিশনে অতি পরিচিত মুখ এবং মহামারী সংক্রমণ বিষয়ের পরামর্শদাতা। তাঁর করোনাভাইরাসের পরীক্ষা পজিটিভ হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইনফেকশন এবং ইমিউনিটির বিভাগ আয়ান লিপকিনের নেতৃত্বে পরিচালিত হয়। বাসা থেকে ফক্স বিজনেস নামের অফিসে হাজির হওয়ার সময় তিনি আজ তার অবস্থা প্রকাশ করেছেন।

লিপকিন বলেছেন, এটি (করোনা) যদি আমাকে আঘাত (সংক্রমণ) করতে পারে তবে তা যে কাউকে আঘাত করতে পারে।

তিনি তার অবস্থাকে 'শোচনীয়' বলে বর্ণনা করেছেন।

লিপকিন জানান, কোথা থেকে এই ভাইরাসে তিনি সংক্রামিত হয়েছেন তা গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, এই ভাইরাস পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পাওয়া যেতে পারে। আপনি এটি যেকোনও জায়গায় পেতে পারেন।

লিপকিন বলেছেন, কলম্বিয়া এবং জনস হপকিন্সের মতো বিখ্যাত মেডিকেল স্কুলগুলোতে গবেষণা চলছে। কিছু ক্ষেত্রে সুস্থ হওয়া রোগীদের রক্ত ব্যবহার করা হচ্ছে।সূত্র : ডেডলাইন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন