করোনায় আরো দু'জন শনাক্ত মিয়ানমারে

  27-03-2020 09:59AM


পিএনএস ডেস্ক: নতুনভাবে আরো দু'জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। এতে করে সে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। দেশটির সরকারের দাবি, আক্রান্তদের সবাই বিদেশ ফেরত।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, ইয়াঙ্গুনে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এবং মান্দালয়ে ৩৩ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মান্দালয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া যুবক মার্কিন নাগরিক। সে দেশ থেকে গত ১৯ মার্চ মিয়ানমার ফিরে এসেছেন তিনি। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমানে চড়ে দেশে ফিরেছেন তিনি। বাসে চড়ে বাড়ি ফেরার আগে ইয়াঙ্গুনের একটি হোটেলে তিনি রাত্রি যাপন করেছেন।

অপরজন ১৪ মার্চ অস্ট্রেলিয়া থেকে এসেছেন। অস্ট্রেলিয়া থেকে আসার পথে সিঙ্গাপুরে চারদিন ছিলেন তিনি। তাদের উভয়ে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে করোনা পরীক্ষা করে পজিটিভ হিসেবে চিহ্নিত হলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন