ভীত সন্ত্রস্ত পোপ, দিলেন একসঙ্গে লড়ার বার্তা

  29-03-2020 02:03PM


পিএনএস ডেস্ক: ইতালিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। ইতালি এখন যেন মৃত্যুপুরী। কোনও দিশা খুঁজে পাচ্ছে না ইতালির প্রশাসন আর।

ইতালির প্রতিটি ধর্মীয় ও দর্শনীয় স্থান এখন জনমানবহীন। আর ইতালির এমন অবস্থা দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। তিনি বলছেন, এমন অবস্থা থেকে ইতালি কবে যে বেরিয়ে আসতে পারবে তার কোনও ঠিক নেই।

পোপ বলেছেন, চারদিকে ঘন অন্ধকার। শহর, রাস্তাঘাট কোথাও আলো নেই। সব ফাঁকা। বহু মানুষের প্রাণ গিয়েছে। নিস্তব্ধতায় মোড়া চারপাশ। আর চারিদিকে শুধু হতাশা। আমাদের সবার প্রচণ্ড ভয় করছে, মনে হচ্ছে কোন আঁধারে হারিয়ে যাচ্ছি আমরা...। তবে এটাও মনে রাখতে হবে, করোনাভাইরাস যদি ঝড় হয়, তা হলে এই ঝড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সবাই একই নৌকায় রয়েছি। আমাদের একসঙ্গে লড়তে হবে। পোপের প্রার্থনা টেলিভিশন ও রেডিওতে প্রচার করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন