জাতির কাছে ক্ষমা চাইলেন মোদী

  29-03-2020 04:01PM

পিএনএস ডেস্ক: ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এ অবস্থায় দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েছে লাখ লাখ খেটে খাওয়া মানুষ। সবকিছু বন্ধ থাকায় তারা গ্রামেও ফিরতে পারছেন না। সৃষ্ট এই পরিস্থিতিতে লকডাউনের কঠোর সিদ্ধান্ত গ্রহণের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার (২৯ মার্চ) মাসিক রেডিও বক্তৃতা ‘মন কি বাত’ এ মোদী এমনটি বলেছেন বলে তাঁর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি।

মোদী বলেন, ‘কঠিন পরিস্থিতিতে আমাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে, যা অনেক মানুষের অসুবিধার কারণ হয়েছে। এ জন্য আমি জাতির কাছে ক্ষমাপ্রার্থী। তবে মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাকে এমন পদক্ষেপ নিতে হয়েছে।’

এর আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গেল সোমবার ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন মোদী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন