পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন এরদোয়ান

  29-03-2020 10:20PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই তুরস্কের পরিবহনমন্ত্রী মেহমেত কাহিত তুরহানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুর্কি সংবাদমাধ্যম তুর্কিশ মিনিটর খবরে বলা হয়, গতকাল শনিবার ভোরে প্রকাশিত এক সরকারি গেজেটে এ ঘোষণা দেওেয়া হয়।

এতে বলা হয়, পরিবহনমন্ত্রী হিসেবে মেহমেত কাহিত তুরহানের জায়গায় আদিল কারাইসমাইলোগলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। কী কারণে মেহমেত কাহিত তুরহানকে বরখাস্ত করা হয়েছে তা গেজেটে স্পষ্ট করা হয়নি।

তুরস্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ৯২ জন মারা গেছেন। এ ভাইরাসে তুরস্কের ৫ হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছেন।

এর আগে গত বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন এরদোয়ান। সে ভাষণে তিনি বলেন, ‘দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দিয়ে সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মধ্যেই আমরা সংকট কাটিয়ে উঠব।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন