স্পেনে ঝরে গেল আরও ৮২১ প্রাণ

  30-03-2020 12:31PM

পিএনএস ডেস্ক: ইউরোপের দেশ স্পেনে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা মহামারি। রোববার গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮২১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩য়ে।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৮৭৫ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন।

স্পেনে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ হাজার ৫৯৮ জন করোনা রোগী। তাদের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরোসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। রোববার পর্ন্ত বিশ্বের ১৯৯টি দেশের মোট ৭ লাখ ২২ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬৪ জন।

একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ১১০ জন। এছাড়া সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৪ জন।

এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২৬ হাজার ৬৮১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেন। ইতালিতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়েছে। রোববারও সেখানে নতুন করে ৭৫৬ জন মারা গেছে। ফলে দেশটিতে করোনায় মোট মারা গেলেন ১০ হাজার ৭৭৯ জন।

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২২৮ জনে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রে রোববার আরও ২৬৮ জন মারা গেছেন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জন।

দেশটিতে মোট করোনায় আ্রকান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১৯৬ জন। এদের মধ্যে রোববারই আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৬৯ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন