করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬ হাজার পার

  02-04-2020 07:21AM


পিএনএস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ৪৬ হাজারেও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে ৯ লাখেরও বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। মৃত্যুসংখ্যাতেও বহুদূর এগিয়ে গেছে দেশটি। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজারেরও বেশি।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি (১২ হাজার ৪২৮ জন) ও স্পেন (৯ হাজার ৫৩ জন)। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরেই রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। তবে হঠাৎ করেই তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান।

এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৭১৯ জন। এ নিয়ে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার।

ভারতে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন সেখানে মারা গেছেন অন্তত ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১।

জার্মানিতে এখন পর্যন্ত ৭৭৯২১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯২৫ জন। ১ এপ্রিল দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬১১৩ জন আর মারা গেছেন ১৫০ জন যা এক দিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন