ব্রিটেনে আরও ৫৬৯ জনের মৃত্যু

  02-04-2020 08:47PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৯৬১ জনে পৌঁছেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ হাজার ৫৫৩ জনে। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ২ লাখ ২ হাজার ৯১৩ জন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর মৃতের সংখ্যা দুইশোতে পৌঁছাতে সময় লাগে ১৭ দিন। আর পরবর্তী ১১ দিনেই মৃতের সংখ্যা দুই হাজার পার হয়ে গেছে।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৯৭৯ জনের। গত সাত দিনে গড়ে প্রতিদিন আট হাজার মানুষের এই পরীক্ষা করা হয়েছে। তার আগের সাত দিনে এই গড় ছিল ৫ হাজার ৮০০।

যুক্তরাজ্যের দ্যা সান জানিয়েছে, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪২৪৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৭১৮জন।

এদিকে স্কাই নিউজে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৮ জনের।

স্কাই নিউজের হিসেবে মতে, মোট মৃতের সংখ্যা ২৯৬১জন। বুধবার পর্যন্ত একদিনে ৫৬৩ জনের মৃত্যুর পর এই সংখ্যা ছিল ২ হাজার ৩২২।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন