মক্কা-মদিনায় ২৪ ঘন্টা কারফিউ

  02-04-2020 11:47PM

পিএনএস ডেস্ক: করোনা ভাইরাসে ইউরোপ-পশ্চিমাদের মতো পরিস্থিতি না হলেও মধ্যপ্রাচ্যের সরকারগুলোও নিয়েছে নানা পদক্ষেপ। এই পদক্ষেপের অংশ হিসেবে পবিত্র নগরী মক্কা-মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে সৌদি আরবের সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হবে।

শুধু মক্কা ও মদিনা নয়, দেশটির অন্যান্য প্রদেশেও ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে। এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসল।

প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন