করোনায় আক্রান্ত ১ কোটি ছাড়াবে: অস্ট্রেলিয়া

  03-04-2020 03:19PM

পিএনএস ডেস্ক: পুরো বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে । প্রতিদিনই লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটির ঘরে পৌঁছাবে বলে বলছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার মরফি।

আগের দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হয়েছিল। তবে এ সংখ্যা লাখ ছাড়িয়ে ১ কোটি হবে বলে ধারণা করেছেন অধ্যাপক মরফি যা ১ লাখের দশগুণ। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার মানুষের। শুধুমাত্র ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার মানুষ, যা উহান শহরের চেয়ে বেশি।

মরফি বলেন, আমরা করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছি কিন্তু আমার ধারণা এ সংখ্যা ৫০ লাখ বা ১ কোটিতে পৌঁছাবে। অনেক দেশ আক্রান্তের সঠিক সংখ্যা গোপন করছে আবার অনেক দেশে পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এদিকে, অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্তের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন মরফি। সেই সাথে অস্ট্রেলিয়ার পরীক্ষা পদ্ধতি অন্যান্য দেশের চেয়ে ভালো বলছেন তিনি। অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় না রাখলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে বলছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

প্রসঙ্গত, মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত ৫৩ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন। এদের মধ্যে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৯১৮ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৯৬ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন