সিঙ্গাপুরে ২০ হাজার অভিবাসী শ্রমিক কোয়ারেন্টিনে

  07-04-2020 01:23AM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিদেশি প্রায় ২০ হাজার শ্রমিককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার। শ্রমিকদের তাদের ডর্মিটোরিগুলোতেই কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের বিভিন্ন দেশের মতো সিঙ্গাপুরও লকডাউনে যাচ্ছে। শুক্রবার থেকে জরুরি সেবা ছাড়া স্কুলসহ বেশিরভাগ কর্মস্থল একমাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিবিসি জানিয়েছে, দক্ষিণ এশিয়া থেকে আসা নির্মাণ শ্রমিকরা থাকে এমন দুটি ডর্মিটোরিতে কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

১৩ হাজার শ্রমিক বসবাস করে এমন একটি ডর্মিটোরিতে ৬৩ জনের ও ছয় হাজার ৮০০ শ্রমিক বসবাস করে এমন আরেকটি ডর্মিটোরিতে ২৮ জনের সংক্রমণ শনাক্ত হওয়ার পরই দুটি ডর্মিটোরিই আইসোলেটেড করা হয়েছে।

নিজ নিজ ব্লক থেকে শ্রমিকদের বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং তাদের ঘরে অথবা ফ্লোরে থাকে না এমন লোকজনের সঙ্গে মিশতে বারণ করা হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সোমবার দুপুর পর্যন্ত হালনাগাদ করা তথ্যানুযায়ী, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০৯ জন, মৃত্যু হয়েছে ছয় জনের ও সুস্থ হয়েছেন ৩২০ জন।

রোববার দেশটিতে একদিনে নতুন করে ১২০ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ বৃদ্ধির ঘটনা।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন