রাশিয়ায় রেকর্ড সংক্রমণ, এক দিনে করোনা পজিটিভ ৯৫৪!

  07-04-2020 12:50PM


পিএনএস ডেস্ক: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৫৪ করোনা পজিটিভকে চিহ্নিত করা গেছে। এক দিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটাই রেকর্ড বলে সোমবার রাশিয়ার ক্রাইসিস রেসপন্স সেন্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এই কোভিড-১৯ প্রাদুর্ভাবের এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মস্কো। এক দিনে আক্রান্তের ৫৯১ জনই মস্কোর। সোমবার গভীর রাত পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৪৩। মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২টি করোনায় মৃত্যু নথিভুক্ত হয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ফ্রান্সে ৮৩৩ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। স্পেনে মারা গিয়েছে ৫২৮ জন। ইতালিতে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

মোট আক্রান্তের হিসেবে আমেরিকাই এখন পর্যন্ত শীর্ষে। আক্রান্ত় ৩ লক্ষ ৫৬ হাজার ৪১৪। তার পরেই রয়েছে স্পেন। আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজার ৩০২। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৪৭। আমেরিকায় সোমবার পর্যন্ত মৃত বেড়ে হয়েছে ১০ হাজার ৪৯০। স্পেনে মৃত ১৩ হাজার ১৬৯। ইতালিতে ১৬ হাজার ৫২৩। এদিকে ফ্রান্সের মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁতে চলেছে। ব্রিটেনে মৃত বেড়ে হয়েছে ৫ হাজার ৩৭৩।

সোমবার রাতের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ লক্ষ ২৯ হাজার ৯০৬। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৪২ জনের। সেরে উঠেছেন ২ লক্ষ ৭৭ হাজার ২৪৪ জন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন