করোনায় সঙ্গীতশিল্পী জন প্রাইনের মৃত্যু

  08-04-2020 09:54AM


পিএনএস ডেস্ক: কভিড-১৯ করোনাভাইরাসে মারা গেছেন প্রভাবশালী গায়ক ও গীতিকার জন প্রাইন। মৃত্যুকালে আমেরিকানা কিংবদন্তীর বয়স হয়েছিল ৭৩ বছর।

জন প্রাইনের পরিবার জানিয়েছে, ২৯ মার্চ তার করোনা ধরা পড়ে। বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ছিলেন এবং তার অবস্থা সঙ্কটজনক অবস্থায় ছিল।

গত ২ এপ্রিল জন প্রাইনেরর অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে বলে জানান তার স্ত্রী ফিওনা। তারপরও আশা ছাড়েনি তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দুই বারের গ্র্যামিজয়ী এ সঙ্গীততারকাকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন