করোনার থাবা: ভারত ওষুধ পাঠাবে বলায় মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

  08-04-2020 03:16PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাস থাবা বসিয়েছে পুরো বিশ্বে। এই ভাইরাসে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ বহু দেশ। দু'দিন আগেই অনেকটা হুমকির সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হাইড্রোক্সিক্লোরোক্যুইন না পাঠালে ভারতকে দেখে নেবে যুক্তরাষ্ট্র।হঠাৎ সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প।

ভারত হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোদি সত্যিই একজন দুর্দান্ত ব্যক্তি। এমন তারিফের পাশাপাশি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক বোঝাপড়া যে কতটা ভালো তাও বোঝানোর চেষ্টা করলেন তিনি।

সম্প্রতি করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রপ্তানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নিতে ভারতকে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। সেই আবেদনে সাড়া দেয় ভারত।

করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে কিছু দেশে হাইড্রোক্সিক্লোরোক্যুইন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

এরপরেই এই বিষয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র : এনডিটিভি

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন