করোনাভাইরাসের ভয়ে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদির

  09-04-2020 12:25PM

পিএনএস ডেস্ক: আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনের স্বাস্থ্যব্যবস্থাও খুব নাজুক। গত কয়েক বছরের যুদ্ধে তা প্রায় ধ্বংস হয়ে গেছে। এদিকে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।

বুধবার এই ঘোষণা দেয় সৌদি আরব ও তার মিত্ররা। আজ বৃহস্পতিবার দুপুর থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। অন্তত দুই সপ্তাহ এই অস্ত্রবিরতি স্থায়ী হবে।

এতে গত পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসানের পথ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু করতে ও ইয়েমেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি করেন সৌদি কর্মকর্তারা।

এর আগে, সপ্তাহ দুয়েক আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে মানবিক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।

তবে অস্ত্রবিরতি ঘোষণার আগে হুতি বিদ্রোহীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সৌদির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হুতিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তার জবাব দেয়ার অধিকার সৌদির রয়েছে

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন