অবশেষে মাওলানা সাদের খোঁজ পেল পুলিশ

  09-04-2020 02:36PM

পিএনএস ডেস্ক : ভারতে তাবলিগ জামাত প্রধানকে হন্যে হয়ে খুঁজছিল দিল্লির পুলিশ। অবশেষে তাঁর খোঁজ মিলেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তাবলিগ তাবলিগ জামাত প্রধানের সন্ধান পেয়েছে তারা।

জাকির নগরের বাড়িতেই মাওলানা সাদ কান্দলভি রয়েছেন বলে জানা গেছে। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।

তাবলিগ জামাত প্রধানের এক আত্মীয় এর আগে পুলিশকে জানিয়েছিলেন যে, তিনি সেলফ-কোয়ারেন্টিনে রয়েছেন।

মাওলানা সাদের করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডি্ও কলের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

মাওলানা সাদকে বাড়িতেই কোয়ারেন্টিন করা হবে, নাকি তাঁকে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের প্রধানসহ ছয় সদস্যের বিরুদ্ধে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে ধর্মীয় সমাবেশ করানোর জন্য অভিযোগ দায়ের হয়েছে।বাকি ছয় সদস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন