ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

  10-04-2020 06:11AM

পিএনএস ডেস্ক: আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে প্রতিবেশী পাকিস্তান। বৃহস্পতিবার শঙ্খ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নজরদারি করতে পাকিস্তানি ভূখণ্ডের ৬০০ মিটারের মধ্যে কপ্টারটি ঢুকে পড়েছিল।-খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের

কাজেই ভারতীয় আগ্রাসনের জবাব দিয়ে তাদের কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানি বাহিনী জানায়, ভারতীয় সেনাবাহিনীর এই অন্যায় কার্যক্রমে দুই দেশের মধ্যকার আকাশ চুক্তির চরম লঙ্ঘন ঘটেছে। ২০০৩ সালের অস্ত্রবিরতি সমঝোতার লঙ্ঘনেরই প্রতিফলন এটি।

সামরিক সূত্রের বরাতে ডন জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি চৌকির ছবি আকাশ থেকে তুলতে কোয়াডকপ্টার ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। গোলাবর্ষণের আগে লক্ষ্যবস্তু নির্ধারণ ও গোয়েন্দা তথ্য জড়ো করতে এই কপ্টার কাজে লাগায় তারা।

এর আগে গত বছরের ১৬ মার্চ একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন