পশ্চিমবঙ্গে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

  19-05-2020 06:31PM

পিএনএস ডেস্ক : পশ্চিমবঙ্গের দীঘা থেকে সুন্দরবনের সমস্ত উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যদের। সমুদ্র তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সাইক্লোন সেন্টারে সরানো হয়েছে।

উপকূলবর্তী এলাকা ছাড়াও কলকাতাতেও ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আম্পানের।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আম্পান ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে এখনও পর্যন্ত মোট তিন লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণায় দুই লাখ, উত্তর ২৪ পরগণায় ৫০ হাজার, পূর্ব মেদিনীপুরে ৪০ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর জেলায় মাইকিং চলছে আম্পান নিয়ে এলাকাবাসীকে সতর্ক করতে।সূত্র: বিবিসি

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন