‘করোনাক্রান্তে শীর্ষে থাকা সম্মানের বিষয়’

  21-05-2020 11:37AM

পিএনএস ডেস্ক: সবচেয়ে বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের বিষয় হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মঙ্গলবার মন্ত্রিসভার প্রথম বৈঠক চলাকালে তিনি এ কথা বলেন।

হোয়াইট হাউসের ইস্ট রুমে অনুষ্ঠিত ওই বৈঠক চলাকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘প্রাসঙ্গিকভাবে আপনারা যখন বলেন, রোগী শনাক্তের সংখ্যায় আমরা শীর্ষে আছি। এর কারণ হলো, অন্য যে কারো চেয়ে আমরা বেশি পরীক্ষা করছি। তাই আমাদের আক্রান্তের সংখ্যা অনেক হলেও আমি এটিকে খারাপ হিসেবে দেখি না। আমি এটিকে বিশেষ সম্মানের সঙ্গে দেখি, একটি ভালো জিনিস হিসেবে দেখি, কারণ এর অর্থ আমাদের পরীক্ষা অনেক ভালো।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি এটিকে সম্মানের নিদর্শন হিসেবে দেখি। সত্যি, এটি একটি সম্মানের নিদর্শন। এটি পরীক্ষার এবং বহু পেশাদারের করা সব কাজের বড় ধরনের স্বীকৃতি।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন