ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  21-05-2020 01:08PM


পিএনএস ডেস্ক: এবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের কয়েকটি বিভাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার ঘোষণা করে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলির পাশাপাশি সামরিক বাহিনীর ৯ জন কর্মকর্তা এবং বিচারবিভাগের তিনটি দফতরের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন দাবি করেছেন, ইরান সরকার দেশের ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কঠোর হাতে দমন করেছে। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞার স্বীকার ব্যক্তিরা আমেরিকায় প্রবেশ করতে পারবে না, কোনো মার্কিন নাগরিক তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে না এবং যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়ে লিখেছে, এমন সময় মার্কিন মন্ত্রী এ বক্তব্য দিলেন যখন ইরানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা যুক্তরাষ্ট্রে সম্পদ জমা করেননি এবং আমেরিকায় যাওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন