কলকাতা বিমানবন্দর লণ্ডভণ্ড

  21-05-2020 01:42PM


পিএনএস ডেস্ক: কলকাতার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বয়ে গেছে ঘূর্ণিঝড় আম্ফান। ইতিমধ্যেই তছনছ হয়েছে গোটা শহর।

আম্ফানের ধ্বংসলীলা থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। রানওয়ে থেকে শুরু করে হ্যাঙার, যেখানেই চোখ যাবে শুধু জলে থইথই করছে।

বুধবার সন্ধ্যায় আম্ফান ধ্বংসলীলা চালায় বিমানবন্দরে। হ্যাঙার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই হ্যাঙারে একটি বিমানও রাখা ছিল। তবে বিমানের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।

তবে অন্যান্য হ্যাঙারগুলোর অবস্থা খুবই খারাপ। সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে বলেই জানা গেছে। সূত্র: নিউজ১৮

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন