দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

  24-05-2020 10:29PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ সেখানকার ১০ জন মন্ত্রী।

দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত মন্ত্রীরা করোনা প্রতিরোধে টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে প্রেসিডেন্টের আক্রান্তের খবর নাকচ করে দিয়েছেন তথ্যমন্ত্রী।

আক্রান্ত মন্ত্রীরা আইসোলেশনে রয়েছেন। এখন পর্যন্ত তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। মন্ত্রীদের দেহরক্ষী ও কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন, মারা গেছেন ৬জন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন