ব্রিটেনে বিবাহ বিচ্ছেদের আগ্রহ বেড়েছে ৪০ শতাংশ!

  03-06-2020 09:49AM


পিএনএস ডেস্ক: করোনাভাইরাসের মহামারির সময়ে ব্রিটেনে বিবাহ বিচ্ছেদের জন্য আইনজীবদের সাথে যোগাযোগ বেড়েছে ৪০ শতাংশ দম্পতির। ল’ফার্মগুলোর দেয়া তথ্যে রিপোর্ট করেছে স্কাই নিউজ।

কো-অপ্ট লিগ্যাল সার্ভিসেস জানিয়েছে ২০১৯ সালের ২৩ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে যে পরিমান বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহী ছিলেন দম্পতিরা। এ বছর করোনাভাইরাস মহামারিকালিন সময়ে এই অনুসন্ধান ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তারা বলছেন, লকডাউনের সময় দম্পতিরা একসঙ্গে অতিরিক্ত সময় এক সাথে থাকার কারণে কোন কোন পরিবারে সমস্যার সৃষ্টি হয়েছে। আবার বহু পরিবার এক সাথে মধুর সময় অতিবাহিত করছেন।

সাধারণত ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ বাড়ে ক্রিসমাসের পর অর্থাৎ জানুয়ারী মাসে। কিন্তু এ বছর কভিড ১৯ জনিত কারণে মার্চ থেকে মে মাসে বিবাহ বিচ্ছেদের আগ্রহ সৃষ্টি হয়েছে অনেক দম্পতির মধ্যে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন