করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী

  04-06-2020 12:50PM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন।

বুধবার (৪ জুন) পার্লামেন্টে বক্তব্য রাখার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অলোক শর্মা। এরপরেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার করা হলে করোনা পজিটিভ ধরা পড়েছে।

জানা গেছে, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য রাখার সময় তাকে ক্রমাগত ঘামতে দেখা গেছে। সে সময় তিনি একটি রুমাল দিয়ে বার বার তার কপাল, নাক এবং মুখ মুছতে থাকেন।

বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা অসুস্থ বোধ করেন। এরপরেই তার শারীরিক পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ শীর্ষ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। বরিস জনসনকে টানা তিনদিন হাসপাতালে থাকতে হয়েছে। জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন প্রধানমন্ত্রী জনসন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন