ভারতে করোনায় আক্রান্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু বেড়ে সাড়ে ১৬ হাজার

  29-06-2020 04:11PM

পিএনএস ডেস্ক: ভারতে করোনার দাপট বেড়ে চলেছে। এরই মধ্যে সেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে পাঁচ লাখ। দেশটিতে করোনায় মারা গেছে সাড়ে ১৬ হাজার মানুষ।

সোমবার (২৯ জুন) বেলা ২টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির ১৯ হাজার ৬২০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪৯ হাজার ৮৫৩ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে মোট ১৬ হাজার ৫০৪ জন।

দেশটির বিভিন্ন রাজ্যের মধ্যে সাত হাজার ৪২৯ জন মারা গেছেন মহারাষ্ট্রে। রাজধানী দিল্লিতে দু’হাজার ৬২৩ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাতে এক হাজার ৮০৮ জনের প্রাণ কেড়েছে করোনা। হাজার পেরনোর তালিকায় ঢুকে পড়েছে তামিলনাড়ুও। সেখানে মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জন।

মৃত্যুর সংখ্যায় উত্তরপ্রদেশ (৬৬০), পশ্চিমবঙ্গ (৬৩৯), মধ্যপ্রদেশ (৫৫৭), রাজস্থান (৩৯৯) উল্লেখযোগ্য । এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে তেলঙ্গানা (২৪৭), হরিয়ানা (২২৩), কর্নাটক (২০৭), অন্ধ্রপ্রদেশ (১৬৯) ও পঞ্জাব (১৩৩)।

আক্রান্তের সংখ্যায় সবার ওপরে আছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ৬২৬ জন। এর পরই দিল্লি ও তামিলনাড়ু। সেই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন