ভারতের পক্ষ নিয়ে চীনকে যা বলল আমেরিকা

  30-06-2020 02:44PM


পিএনএস ডেস্ক: লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। চীন ‘অনিয়ন্ত্রিত এবং আইনবিরোধী সশস্ত্র আগ্রাসন’ করেছে- এই ভাষাতেই শি জিনপিংয়ের দেশকে আক্রমণ জানিয়ে ভারতকে সমর্থন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর মার্কো রুবিও।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুর সঙ্গে দেখা করেন মার্কিন সেনেটর। চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

এরপর মার্কো রুবিও টুইট করে লেখেন, “আমি রাষ্ট্রদূত সান্ধুর সঙ্গে দেখা করে ভারতের জনগণের প্রতি আমাদের সংহতি জানাই। কারণ তারা এই মুহূর্তে চীনের কমিউনিস্ট পার্টি দ্বারা অযাচিত এবং আইনবিরোধী সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।”

ফ্লোরিডা থেকে রুবিও বলেন, “ভারত এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বেইজিং তাদের কখনই দমন করতে পারবে না।”

প্রসঙ্গত, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমেরিকার সেনেটে সংখ্যাগরিষ্ট নেতা মিচ ম্যাককনেল দ্বিতীয়বারের জন্য ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসনের অভিযোগ তোলেন। একদিন আগে সেনেটর টম কটন ভারতকে সমর্থন করে চীনকে কটূক্তি করেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন