যুক্তরাষ্ট্রে করোনাক্রান্তের সংখ্যা ২৬ লাখ ২৯ হাজার

  01-07-2020 11:09AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় ১,১৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা চব্বিশ ঘণ্টার হিসেবে কুড়ি দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে মৃত্যুর সংখ্যা সবশেষ এগারোশো ছাড়িয়েছিল ১০ জুন।

এদিকে একদিনে আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৪২ হাজার ৫২৮ জনের নাম। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২৭ হাজার। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার।

আক্রান্ত-মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ১৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন