আবারও করোনায় দিশেহারা আমেরিকা

  03-07-2020 08:53AM

পিএনএস ডেস্ক: আবারও করোনায় টালমাটাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। আবারও দেশটিতে জেকে বসতে শুরু করেছে করোনাভাইরাস। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় আগের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে, যা বিশ্বে কোনও দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ে বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যের আইসিইউ বেডের সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই আমেরিকায় আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার আমেরিকার ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছে, যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আগের দিন সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।

আক্রান্তের সংখ্যা রেকর্ড ছোঁয়ার দিনে ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘আমি মনে করি, এটা আসলে নিশ্চিত যে আমরা সঠিক পথে নেই। আজকের আক্রান্তের সংখ্যা প্রমাণ করে আমরা অবনতির দিকে যাচ্ছি।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন