যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন র‌্যাপার কেনি ওয়েস্ট

  05-07-2020 05:26PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন র‌্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্ট। আজ শনিবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন। কেনি ওয়েস্ট রিয়েলিটি টিভি তারকা কিম কারদেশিয়ানের স্বামী।

টুইটারে নিজের অফিসিয়াল পেজে কেনি ওয়েস্ট লিখেন, ‘সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি উপলব্ধি ও লক্ষ্যে একীভূত হতে হবে এবং আমাদের ভবিষ্যত গড়তে হবে। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছি।’

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। কেনি তার প্রার্থিতা নিয়ে কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি মনোনয়ন দাখিল করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে এরই মধ্যে কেনির টুইটার পোস্টটি ৪ লাখের বেশি রিটুইট এবং ৮ লাখের বেশি লাইক পেয়েছে। ভোটের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কেনি ওয়েস্ট। এক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন