মসজিদে পরিণত হচ্ছে তুরস্কের ’হায়া সোফিয়া’

  11-07-2020 02:07AM

পিএনএস ডেস্ক : প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের সই করা এক আদেশে অবশেষে মসজিদে রূপান্তরিত হলো তুরস্কের বিখ্যাত স্থাপনা ’হায়া সোফিয়া’।

রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি কখনও গির্জা, ক্যাথলিক গির্জা বা আবার কখনও বা জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পর এবার তা পরিণত হলো মসজিদে।

শুক্রবার এ সংক্রান্ত আদেশ হওয়ার আগে সর্বোচ্চ প্রশাসন এই স্থাপনাটির জাদুঘরের মর্যাদা বাতিল করে দেয়।

বিবিসি জানিয়েছে, ১৫শ’ বছর আগে গির্জা হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই স্থাপনাটি, পরে অটোম্যানরা একে মসজদে রূপান্তরিত করে। এরপর ১৯৩৪ সালে জাদুঘরের স্বীকৃতি পায় হায়া সোফিয়া।

বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা জাদুঘরটিকে আলোচনা ছাড়া অন্য স্থাপনায় রূপান্তর না করতে আহ্বানও জানিয়েছিল ইউনেস্কো।তবে তুরস্ক তা তোয়াক্কা করেনি।

ইসলামপন্থীদের দীর্ঘদিনে দাবি, জাদুঘরটিকে মসজিদে বানাতে হবে, তবে বিরোধিরা তা নিয়ে ভিন্নমত পোষণ করেন। এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হয়েছে।

প্রেসিডেন্ট এরদোগানের সই করা আদেশের ফলে এখন মসজিদ হিসেবে রূপান্তরিত করে ধর্মীয় কাজ ও প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে এই স্থাপনাটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন