'চীনের বিষয়ে আমাদের আর মুখ বুজে থাকলে চলবে না'

  01-08-2020 10:30AM

পিএনএস ডেস্ক : ভুটানের ভূখণ্ড নিজেদের বলে দাবি করে এবং ভারতের জমি দখল করে চীন আসলে গোটা বিশ্বের পরীক্ষা নিচ্ছে বলে মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেয়ো। বৃহস্পতিবার কংগ্রেসে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে অংশ নিয়ে শি জিনপিংয়ের চীনকে কার্যত বিশ্বের পরবর্তী বিপদ বলে বর্ণনা করেন পম্পেয়ো। তিনি বলেন, গোটা বিশ্বে আধিপত্যের স্বপ্ন দেখছে চীন। ভারত ও ভুটানের ভূখণ্ডে থাবা বসিয়ে তারা দেখতে চাইছে বাকি বিশ্ব সেটা দেখে চুপ করে থাকে, না প্রতিবাদে সরব হয়। পম্পেয়ো বলেন, আমাদের আর মুখ বুজে থাকলে চলবে না।

সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু ভারতীয় এলাকা দখল করে ঘাঁটি গেড়ে বসেছে চীনা সেনারা। গালওয়ানে তাদের সঙ্গে লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। ভুটানের সাকটেং অভয়ারণ্যের একটা অংশও সম্প্রতি তাদের বলে দাবি করেছে চীন। ভুটান সরকার এই দাবির প্রতিবাদ করে বেইজিংকে ডিমার্শে দিয়েছ। এমনকি উত্তর নেপালের একাংশও সম্প্রতি তাদের বলে দাবি করেছে বেইজিং। পম্পেয়ো বলেন, আমি বরাবর এই কথা বলে আসছি। আগে এ নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু এখন ওদের মনোভাব স্পষ্ট। আর চুপ করে থাকা যাবে না।

সূত্র: আনন্দবাজার

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন