বৈরুত বিস্ফোরণে ৩.৫ মাত্রার ভূ-কম্পন!

  05-08-2020 09:53AM


পিএনএস ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে। এতে অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন চার হাজারের বেশি।

মঙ্গলবারের ভয়াবহ এই বিস্ফোরণের ধরন কেমন ছিল তা আঁচ করা যায় জার্মানির জিওসায়েন্স সেন্টার-জিএফজেড এর তথ্যে।

প্রতিষ্ঠানটি জানায়, বৈরুতের বিস্ফোরক গুদামের ওই বিস্ফোরণে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়।

আলজাজিরা জানায়, ভয়াবহ ওই বিস্ফোরণ অনুভূত হয় বৈরুত থেকে ২০০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের অপর পাড়ের সাইপ্রাসেও।

ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় স্থানীয়ভাবে তোলা ছবি ও ভিডিওতে ভাঙা কাচ ও দরজা-জানালার ভগ্নাংশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। একটি গাড়ির ওপর আরেকটি গাড়িকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুত বন্দরে একটি গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের এ বিস্ফোরণ ঘটে। সেখানে ছয় বছর ধরে বিস্ফোরকগুলো অরক্ষিত অবস্থায় পড়েছিল।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন টুইটারে বলেছেন, গত ছয় বছর ধরে অরক্ষিতভাবে পড়ে থাকা এসব বিস্ফোরকে সৃষ্ট দুর্ঘটনার জন্য ‘দায়ীদের চড়া মূল্য দিতে হবে’।

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। পাশাপাশি দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন