সিরিয়ার তেল চুরির মার্কিন চুক্তির তীব্র নিন্দা ইরানের

  05-08-2020 10:15AM


পিএনএস ডেস্ক: নির্বিঘ্নে সিরিয়ার তেল চুরি করার লক্ষ্যে একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আমেরিকা যে চুক্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। খবর পার্সটুডের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকা সিরিয়ার মাটিতে বেআইনিভাবে উপস্থিত থাকার কারণে তার পক্ষ থেকে স্বাক্ষরিত এই চুক্তির কোনো আইনগত বৈধতা নেই।

তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষরের ঘটনায় আন্তর্জাতিক আইন, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘিত হয়েছে।সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুট করার জন্য মার্কিন সরকার এই চুক্তি সই করেছে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের সঙ্গে আমেরিকার একটি তেল কোম্পানি চুক্তি সই করেছে। ইরানের আগে এই চুক্তির নিন্দা জানিয়েছে সিরিয়া ও তুরস্ক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন