সৌদিতে তৃতীয় ধাপে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

  10-08-2020 03:17PM

পিএনএস ডেস্ক : করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য নিশ্চিত করে।

চীন ও সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের এ কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘কেন সাইনো’ এর যৌথ উদ্যোগে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করছে।

মন্ত্রণালয়ের বর্ণনা মতে, ক্লিনিকেল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে বিভিন্ন দেশের ক্লিনিকেল গবেষণার আলোকে পরিচালিত আগের ভ্যাকসিনে সুস্থ হওয়া ব্যক্তিরাও অংশ নিতে পারবে। তৃতীয় পর্যায়ের ক্লিনিকেল ট্রায়ালে অংশ নেবে অন্তত পাঁচ হাজার স্বেচ্ছাসেবী।

প্রাথমিকভাবে করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে ক্লিনিকেল ট্রায়াল শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে রিয়াদ, দাম্মান, ও মক্কায় শুরু করা হবে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে সৌদির সাতটি হাসপাতালের গবেষণার অংশ হিসেবে এটি করা হবে।

সূত্র : সৌদি গেজেট

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন