উত্তর প্রদেশে গুলিতে ঝাঁঝরা বিজেপি নেতা

  11-08-2020 03:22PM


পিএনএস ডেস্ক: মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ির কাছে একটি মাঠে। সেখানেই গুলি করে খুন করা হলো বিজেপি নেতা সঞ্জয় খোখারকে। ভারতের উত্তরপ্রদেশে বিজেপি–র জেলা সভাপতি ছিলেন তিনি। এদিন পশ্চিম উত্তরপ্রদেশের বাঘপত গ্রামে তাঁর দেহ উদ্ধার হল।

তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন।

যেই মাঠে সঞ্জয় হাঁটছিলেন সকালে, সেটি তার নিজেরই। সেখানেই গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তাকে। কিছুক্ষণ পরেই কয়েক জন স্থানীয় দেখেন, আখের খেতের পাশে পড়ে রয়েছে খোখারের রক্তাক্ত লাশ। পুলিশকে খবর দেন তারা। রিপোর্ট বলছে, খুনের ঘটনায় তিন জন জড়িত রয়েছেন।

বাঘপত পুলিশের প্রধান অজয় কুমার জানালেন, ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন করা হয়েছে খোখারকে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত করছে। তবে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। এই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি খুন হয়েছে। গত মাসেই রাষ্ট্রীয় লোকপাল নেতা দেশপাল খোখার আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। সূত্র : আজকাল

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন