জাতিসংঘ এশিয়ার বন্যাকবলিত দেশগুলোকে সহায়তা করবে

  12-08-2020 12:36PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ, ভারত ও ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াসহ এশিয়ার বন্যাকবলিত দেশগুলোতে মঙ্গলবার স্বেচ্ছায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ।

এবার বাংলাদেশ ভয়াবহ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যার মুখোমুখি হয়েছে। দেশের চারভাগের এক ভাগ বন্যায় প্লাবিত হয়েছে বলে জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয়ের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে।

এটি বলছে, বন্যায় ৫৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৩৫ জন মানুষ মারা গেছে।

মানবিক সহায়তা প্রদানকারী পার্টনাররা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে মানুষকে খাবার, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করে যাচ্ছে।

জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয় বলছে, বাংলাদেশের ১ মিলিয়ন মানুষকে সহায়তা দিতে ৪০ মিলিয়ন ইউএস ডলার পরিকল্পনা নেয়া হয়েছে।

এই সহায়তার আওতায় আসবে নারী ও শিশু যারা প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে আছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মঙ্গলবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় বন্যায় প্রাণ গেছে সাতজনের। এনিয়ে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে। সূত্র: ইউএনবি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন